২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : পর্বসংখ্যা-১, বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অধ্যায় এক : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায় এক : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম’ থেকে ১৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। বাংলাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা হয় কত সালে?
ক. ১৭৫৭ সালে
খ. ১৮৫৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৭১ সালে
২। এ দেশের প্রতি সকলের দৃষ্টি ছিল কারণ হলো-
ক. ধনসম্পদের আকর্ষণ
খ. এ দেশের মানুষের প্রতি আকর্ষণ
গ. এ দেশের প্রকৃতির আকর্ষণ
ঘ. এ দেশের পর্যটন শিল্পের প্রতি আকর্ষণ
৩। ভারতের মহামতি অশোক বাংলার উত্তরাংশ দখল করেন কত শতকে?
ক. ৪ শতকে
খ. ৩ শতকে
গ. ২ শতকে
ঘ. ৫ শতকে
৪। মহামতি অশোক কোন বংশের শাসক ছিলেন?
ক. গুপ্ত খ. মৌর্য
গ. পাল ঘ.পাঠান
৫। শশাঙ্কের মৃত্যুর পর কত বছর ধরে অরাজকতা চলতে থাকে?
ক. ৮০ বছর
খ. ৯০ বছর
গ. ১০০ বছর
ঘ. ১১০ বছর
৬। মাৎস্যন্যায় শব্দের অর্থ কী?
ক. শান্তি খ. গৌরব
গ. আত্মতৃপ্তি ঘ. অরাজকতা
৭। বাঙালি পাল রাজা কত বছর শাসন করেন?
ক. ৪০০ বছর
খ. প্রায় ৪০০ বছর
গ. প্রায় ৩৫০ বছর
ঘ. ৪০১ বছর
৮। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি একটি ছোট্ট অংশ দখল করেন কত শতাব্দীতে?
ক. দ্বাদশ খ. একাদশ
গ. চতুর্দশ ঘ. ত্রয়োদশ
৯। বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে-
ক. ১৫৩৮ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৮৫৭ সালে
ঘ. ১৫৭৬ সালে
১০। সম্রাট জাহাঙ্গীর ঢাকা অধিকার করেন কত সালে?
ক. ১৬১০ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৫৩৮ সালে
ঘ ১৬০০ সালে
১১। ভারতব্যাপী কোন আন্দোলন সংঘটিত হয়েছিল?
ক. ফকির আন্দোলন
খ. ফরায়েজি আন্দোলন
গ. সিপাহি আন্দোলন
ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন
১২। ‘সুলতানি আমলে’ বাংলার রাজধানী কোথায় ছিল?
ক ঢাকা খ. গৌড়
গ. সোনারগাঁও ঘ. লক্ষৌ
১৩। ভাস্কো-ডা -গামা কোন দেশের নাবিক ছিলেন?
ক. মরক্কো খ. আমেরিকা
গ. পর্তুগিজ ঘ. ফরাসি
১৪। সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে?
ক. ব্রিটেন
খ. উত্তর ভারত
গ. পশ্চিম ভারত
ঘ. দক্ষিণ ভারত
১৫। বাংলার সিপাহি বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
ক. মঙ্গল পাণ্ডে
খ. তিতুমীর
গ. নিসার আলী
ঘ. আনসার আলী
১৬। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল?
ক. ১৯১১ সালে
খ. ১৯০৬ সালে
গ. ১৯০৫ সালে
ঘ. ১৯০৩ সালে
উত্তর : ১. ক ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯. ক ১০.ক ১১.ঘ ১২.গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক। ১৬. গ।


আরো সংবাদ



premium cement